Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, পত্নীতলা, নওগাঁ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ।


আমাদের অর্জণসমূহ

অর্জনসমূহঃ

 

(বিচ্ছিন্ন জনগোষ্ঠী সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে সম্মিলিত মূলধন গড়ে তুলেছে

(গঠিত মূলধন থেকে প্রয়োজনে সমবায়ের সদস্যরা স্বল্প সুদে ঋণ নিতে পারছে

(সমবায় থেকে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ গ্রহণ করে প্রান্তিক জনগন সাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছে

(সমবায়ের মাধ্যমে ১৭৫০জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে

( ২০২০-২১ অর্থ বছরে অডিট ফি বাবদ ৮৫৭৩০/০ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয়েছে

() ২০২০-২১ অর্থ বছরে সমবায় উন্নয়ন তহবিলে ১১৭২৮৫/-  টাকা আদায় করা হয়েছে

 

সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে উপজেলা সমবায় কার্যালয়, পত্নীতলা, নওগাঁ বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে । কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে এ বিভাগে উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়। বিগত তিন বছরে প্রায় 78 টি নতুন সমবায় সমিতি গঠন এবং প্রায় 1800 এর অধিক জনকে নতুনভাবে সমবায়ে সদস্যভূক্ত করা হয়েছে। ২০১৮-১৯ সনে 272টি, ২০১৯-২০২০ সনে 275 টি, ২০২০-২০২১ সনে 268 টি এবং ২০২১-২০২২ সনে 194 টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়। ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে 300 জন সমবায়ীকে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে 120 জনের স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০41’, ‘এসডিজি’ অর্জন এবং 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের কিছু কার্যক্রম এ বিভাগে বাস্তবায়ন করা হচ্ছে।


২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

  • কমপক্ষে 160 জনকে সমবায় গড়তে উদ্বুদ্ধকরন প্রশিক্ষন প্রদান করা হবে; শতভাগ নিবন্ধন আবেদন নিস্পত্তি করা হবে;
  • উৎপাদনমূখী খাতে সমবায়ীদের পুঁজি বিনিয়োগের মাধ্যমে কমপক্ষে 55 জনের  স্ব-কর্মসংস্থান করা হবে;
  • কমপক্ষে ১টি মডেল সমিতি সৃজন করা হবে; শতভাগ নিরীক্ষা সম্পাদন করা হবে;
  • বৎসরে কমপক্ষে 60টি সমবায় সমিতি পরিদর্নের ব্যবস্থা করা হবে; 50 জন সমবায়ীকে চাহিদাভিত্তিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হবে;
  • বার্ষিক নির্বাচনী ক্যালেন্ডার মোতাবেক শতভাগ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে;
  • ২০২২-২৩ সমবায় বর্ষে ১০০% সমিতির বার্ষিক নিরীক্ষা সম্পাদন করা হবে;
  • চুক্তি মোতাবেক নির্বাচন/ অন্তবর্তীকালীন কমিটি নিয়োগ দান, নির্বাচনী ক্যালেন্ডার প্রেরণ, অকার্কর সমিতির হালনাগাদ তালিকা প্রনয়ন ও প্রেরণ, সমিতির হিসাব বিবরনী দাখিলের ব্যবস্থা গ্রহণ, এজিএম অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ, নিরীক্ষা পর্ালোচনা, নিরীক্ষা সংশোধনী, নিরীক্ষা ফি ও সিডিএফ আদায়, প্রশিক্ষনার্ী প্রেরণ এবং জাতীয় সমবায় পুরষ্কারের জন্য মনোনয়ন প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।