ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ
নওগাঁ জেলা সমবায় কার্যালয়ে একটি ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ইউনিট রয়েছে। উক্ত ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ইউনিট এর মাধ্যমে নিবন্ধিত সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা সংক্রান্ত, সমিতির আয়-ব্যয় এর হিসাব সংরক্ষণ, আয়বর্ধনমূলক কর্মকান্ড পরিচালনা, আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে পশুপালন, মৎস্যচাষ ইত্যাদি বিষয়ে সমিতির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয় ।
প্রশিক্ষণ কর্মসূচি মোতাবেক উপজেলা সমবায় অফিসার প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান করেন। এরপর নির্বাচিত প্রশিক্ষণার্থীদেরকে উক্ত ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট কর্তৃক সমবায় ব্যবস্থাপনাসহ স্থানীয় বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সহযোগিতায় কৃষি, মৎস্য, পশুপালন, বাল্যবিবাহ রোধ, যৌতুক নিরোধসহ ০১ দিনব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২১-২০২২ সনে পত্নীতলা উপজেলায় ১০০ জন সমবায়ী কে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস