বুড়িদহ বিল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ , রেজি নং ১৯০১ তারিখ ০৫/১২/২০১৬আইডি ৬৪৭৫০২১৬৭, পত্নীতলা, নওগাঁ এর ব্যবস্থাপনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সমিতির স্বাভাবিক কার্যত্রম পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থাপনা কমিটি গঠন করার নিমিত্ত সমবায় সমিতি আইন,২০০১( সংশোধীত,২০০২ও ২০১৩এর ১৮(৫) ধারা মোতাবেক নিম্ন বর্ণিত ব্যক্তিদের সমন্বয়ে ০৩(তিন) সদস্য বিশিষ্ট অন্তবর্তী কমিটি গঠন করা হলো। গঠিত কমিটি ১২০ (একশত বিশ) দিন বলবৎ থাকবে এবং একই আইনের ১৮(৬) ধারা মোতাবেক নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠানপূর্বক নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করার জন্য বলা হলো। ( আলোচ্য সমবায় সমিতির শেয়ারমূলধন ৫০০০০/-টাকার উর্দ্ধে নয়)।
অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটিঃ
ক্রমিক নং |
নাম ও পদবী |
কমিটিতে পদবী |
১ |
মোঃ হারুন হোসেন ,সদস্য, বুড়িদহ বিল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ পত্নীতলা, নওগাঁ। |
সভাপতি |
২ |
মোঃ হেলাল মাহমুদ ,সদস্য, বুড়িদহ বিল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ পত্নীতলা, নওগাঁ। |
সদস্য |
৩ |
মোঃ আবুল কালাম , সদস্য, বুড়িদহ বিল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ পত্নীতলা, নওগাঁ। |
সদস্য |
স্বা:/
মোঃ তসলিম উদ্দিন, উপজেলা সমবায অফিসার, পত্নীতলা, নওগাঁ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস